অষ্টপদী কীট মাকড়সা
চতুর ক্ষুদ্র প্রাণী,
মুখের লালায় নিখুঁত বুনে
দেওয়ালে জাল খানি।
জালে বদ্ধ পতঙ্গের রস
তারা আহার করে,
বনজঙ্গলে তাদের জালে
সাপ পাখিও মরে।
টেরান্টুলা নামে আছে
মাকড়সা এক জানি,
লোমস কালো ফুটালে হুল
নিশ্চিত জীবন হানি।
অষ্টপদী কীট মাকড়সা
চতুর ক্ষুদ্র প্রাণী,
মুখের লালায় নিখুঁত বুনে
দেওয়ালে জাল খানি।
জালে বদ্ধ পতঙ্গের রস
তারা আহার করে,
বনজঙ্গলে তাদের জালে
সাপ পাখিও মরে।
টেরান্টুলা নামে আছে
মাকড়সা এক জানি,
লোমস কালো ফুটালে হুল
নিশ্চিত জীবন হানি।