ক্ষয় ক্ষুধা
সারাদিন মুনিয়ার কোন কাজ নেই, স্বামী কর্পোরেট অফিসার কলকাতায় থিতু হলেও সপ্তাহের পাঁচদিনই বাইরে বাইরে টহল। একমাত্র ছেলে কার্শিয়াং কন্ভেন্ট। সুন্দর ফ্ল্যাট সাজিয়ে রাখার দায়িত্ব ও অন্যান্য কাজকর্ম সব ঠিক রাখে দক্ষ আংশিক সাহায্যকারীরা। দিবানিদ্রার আলস্যে রূপচর্চায় মুনিয়া হয়ে ওঠে ঊর্বশী সন্ধ্যেবেলায়। মোবাইলে ফুটে ওঠে ” ম্যাম, কখন আসব?” ” ২ এ এম।” ভোররাতে তন্ময় বেড়িয়ে যায় মুনিয়ার ফ্ল্যাট থেকে। বেকার তন্ময়, প্রতিদিনে ক্ষয়িত হচ্ছে তার দেহ ও মন, ধীরে ধীরে। মাসে তার রোজগার এখন তিরিশ হাজার টাকা।