হে সূর্য তোমার তেজের দাপটে ধরিত্রী কাঁপছে,
কাঁদছে সেইসব মানুষেরা যারা গাছ কাটা ,
জলাশয় বোঝানোর ষড়যন্ত্রী নয়
,তারা এসি ঠান্ডা ঘরে বসে পৃথিবীকে
নতুনভাবে লুঠ করতে চায় না ।
দিশাহীন সমাজ খারাপ কে বাহবা
দিতে দিতে শেষ করে ফেলেছে নিজেদের বিবেক, লজ্জাহীন নারী, পুরুষেরা এখন ফুর্তি ছাড়া আর কিছু ভাবতে চাইছে না,
বকুলতলায় নতুন কোন প্রেম নেই, এখন শুধু গেস্ট হাউসে অবৈধ ভালবাসায় মাতে
তারা ,
হে সূর্য বৃষ্টিহীন পৃথিবীটাকে
এমন ভাবে পুড়িয়ে দিও না ।
অসহায় কবি, শুধু ক্ষমা
চাইছে ধর্ষিতা প্রকৃতির কাছে