ক্ষমা করতে পারিনি তোকে আজও।
সারাদিন অনলাইন থেকেও কোনো
উত্তর দিস নি আমার,
মেসেঞ্জারের সবুজ আলোটা জ্বলজ্বল করলেও
শুধুই নীরব ছিলি।
বুঝে গিয়েছিলাম তোর শীতলতাকে আমার অনুভূতির উষ্ণতা আর জাগাতে পারবেনা।
ক্ষতবিক্ষত হৃৎপিন্ডটাকে চোখের নোনা জলেও চাঙ্গা করতে পারিনি।
গভীর হতাশায় ডুবে গিয়েছিলাম।
তোর ফেসবুক আইডি বদলালো, হোয়াটসঅ্যাপ নম্বর পরিবর্তন হল।
ধীরে ধীরে চলে গেলি আমার জীবন থেকে।
তোর অবহেলার ধকলটা সামলাতে সময় লেগেছিল।
অতীত কবর দিতে দিতে এগোতে থাকি,
ভবিষ্যতের শাখা প্রশাখা বিস্তারের পথে।
অতীত কবর থেকে আজও স্মৃতিরা মাঝে মাঝে উঁকি দেয়,
গুটিয়ে ফেলি তখন নিজেকে।
ভুলে থাকতে আজও চেষ্টা করি,
নতুন ছন্দে এগোলেও
জানিস আজও ক্ষমা করতে পারিনি তোকে।