যতো ভাবি খাচ্ছি খাবি
করছি কত ভুল,
করে ক্ষমা ঘুচাও তমা
নেই যে তোমার তুল।
মিঠে বলে কপট ছলে
দিলাম যারে দুখ,
ক্ষমা করে আলোয় ভরে
দাও গো আমার বুক।
করেছি পাপ চাইছি যে মাফ
করো ক্ষমা তাই,
কৃপার সাগর মায়ার আগর
তোমার কৃপা চাই ।
ভালো কাজে সুফল রাজে
প্রভুর আশিস রয়,
আশা নিয়ে জ্বালাই দীয়ে
গেয়ে রবের জয়।
হলাম মানুষ রেখো গো হুঁশ
মুছাও কালিমা সব,
ক্ষমাতে পাপ খন্ডায় শাপ
আশিস রাখলে রব।
জানি প্রভু ঠাঁই দেন তবু
মার্জনা যারা চায়,
পাপের ক্ষয়ে শপথ লয়ে
প্রভুর গুণটি গায়।
সর্বদ্রষ্টা তিনি যে স্রষ্টা
বিচার তীক্ষ্ণ তাঁর,
সত্য ধর্মে চললে মর্মে
কমান পাপের ভার।