যে ক্ষত তৈরী হয়েছে হৃদয় জুড়ে
সে ক্ষত সারাতে পারবে তুমি তা জানি,
ওই হাতে আছে যে পরশমণি খানি
সে পরশে জানি জুড়াবে হৃদয় খানি।
আছে ও শ্রীমুখে সুমধুর হাসি খানি
ওই হাসি দিয়ে পৃথিবী টা জয় হয়,
জগতের লোক এমনি কি বশ হয়
মিষ্টি মুখের হাসি দুরন্ত মানি।
ওই দুটি চোখে মায়া কাজল পরা
পুবের আকাশে ওঠে যে সন্ধ্যা তারা,
মায়াবী আলোকে নাবিক আত্মহারা
ও মায়া কাজলে সকলে ডুবেছে জানি।
তুমি কাছে এলে সুগন্ধি বায়ু বয়
যত কিছু কাজ এলোমেলো হয়ে যায়,
চাঁপা বেলি জুঁই মালতীরা এসে যায়
তোমার সুবাস মাতাল করেছে মানি।
একদিন জানি আকাশ জ্যোৎস্না ময়
তোমার হাসিতে সব কিছু আলো হয়
ও চাঁদ মুখেতে ওই হাসিটা-ই মানায়
তোমার হাসিতো পৃথিবীর বিস্ময়।
যে ক্ষত সারাতে তোমার দুয়ারে যায়
প্রেম নাকি পূজা কিছু থাকে বেদনায়
তোমার এই পূজা প্রেমেরই সে ছলনায়
প্রেম আর পূজা একাকার হয়ে যায়।।