ভালোবেসে যারে টেনেছিনু কাছে
আমার আপন গনি।
মুখে বড়ো কথা,মনে ছোট কথা
এই টুকু তার জানি ।
যার তরে দুখ,
নতো করে মুখ
সে যে গেল চলে
মন মোর দ’লে।।
যার তরে মোর হৃদয় নিঙারি
আলো হাতে হনু পথের দিশারি ।
সে যে আমি আমি করি আঁধারে চলিল,
রীপুর অনলে নিজেরে দহিল ।।
হৃদয়ের কথা বহিয়া বেড়াই
অলি এসে বলে’,ছোট এই ঠাঁই’
কবে হবে শেষ এই তরী বাওয়া
-এইটুকু জানা নাই ।।