জীবনের হালখাতা লিখতে লিখতে
ক্লান্ত এই পথিক টাকার পিছনে
দৌড়াতে ভুলে গেছে,
তার মাশুল গুনতে গুনতে
আজ মৃত্যুর হাতছানি
তাকে ডাকে, সাহসে ভরসা নেই,
নেই ঝুঁকি নেওয়ার মন,
ভালোবাসা না পেয়ে কান্না আর জটিলতা
সবুজ সঙ্কেত দেয় কোন রকমে বেঁচে থাকার।
জীবনের হালখাতা লিখতে লিখতে
ক্লান্ত এই পথিক টাকার পিছনে
দৌড়াতে ভুলে গেছে,
তার মাশুল গুনতে গুনতে
আজ মৃত্যুর হাতছানি
তাকে ডাকে, সাহসে ভরসা নেই,
নেই ঝুঁকি নেওয়ার মন,
ভালোবাসা না পেয়ে কান্না আর জটিলতা
সবুজ সঙ্কেত দেয় কোন রকমে বেঁচে থাকার।