বুকের ভিতর যন্ত্রণাগুলি চুপিসারে বলে কথা,
আসলে আমার মনের পাড়ায় শুনতে যেকেউ পাবে,
উথাল পাথাল সাগরের ন্যায় একাকী কাঁদছে ব্যথা।
আলেয়া দিশায় মন ছুটে যায় জানেনা কোথা সে যাবে,
খেয়ালি মনের বাসর ঘরেতে স্মৃতিগুলি করে খেলা,
হারিয়ে গিয়েছে বৈরাগী মন বিদীর্ণ ঘাগি দাবে।
একার মধ্যে একাকিত্বতা ক্লান্ত আজ যে মেলা,
মরুময় মন বাগিচায় তবু গোলাপের হাসি রেখা,
রিক্ত মনের ঝরাপাতা হয়ে নিভৃতে অশ্রু ফেলা।
স্মৃতি উচ্ছ্বাসে জীবনবোধের কত কি অজানা শেখা,
ফাগুন শেষের দাবদাহ মত বেদন দহন জ্বালা,
বানভাসি মনে অশ্রুনদীর ঝাপসা ওপার দেখা।
তবুও মুক্তি নেই কিছুতেই স্বপ্ন আবেশ ঢালা,
কত কাহিনির উদ্বায়ী স্মৃতি মনের আকর খাঁজে,
ধ্রুপদী আকাশে মন খুঁজে চলে অমিয় সুধার ডালা।
প্রেম বাতাসের একটু ছোঁয়ায় হৃদি বীণ সুরে বাজে,
উষ্ণ আবেগে হঠাৎ কখন প্রেম শিহরণ রাজে।