আমি আবার সেই ভয়াবহ কবিতা লিখব
যে কবিতার জন্য……
আগুন লেগেছিল শহরে
যে কবিতার জন্য……
আগুন লেগেছিল যুব সমাজের অন্দরে
যে কবিতার জন্য……
আগুন নিভে গিয়েছিল শহরের
আমি আবার সেই ভয়াবহ কালের কণ্ঠ লিখবো
সমাজ চেতনার ডাক দেব
কবিতায় এঁকে দেবো;লিখে দেবো;…
কাল হতে কালান্তরের ছবি
ধ্বংসস্তূপের সব চিহ্ন করে দেবো বিচ্ছিন্ন
আমি এক এবং অভিন্ন।
আমার নকল সকল ভ্রাতৃগণ
এক মনে করো সবে পণ,
এই রক্তচক্ষুর হুংকার মানব না
ভেঙে দেবো সব অন্যায়
জ্বলন্ত বারুদের ঘটাবো সমাপন,
আমি নির্ঘণ্ট চক্রান্তের মতো বিদ্রোহীর দেশপ্রেম
তোমরা চেনোনি আমায়;দেখনি আমায়
আমার মস্তিষ্ক শুধু তোমাদেরই ভাবনায়
লেলিহান শিখার চেয়েও–
উর্ধ্ব হতে আমি ছিনিয়ে আনব তোমাদেরই আশ্রয়
আমি জ্বলন্ত কবিতায় নিভন্ত ঢেউয়ের স্রোত
আমি প্রীতি ভালবাসায় বাঁধি নীড়;
হিংসাকে করি বিদায়; বিনাশ করি ক্রোধ ক্রোধ।