এখনো কি আগের মতো ভাবতে বসো ,
খোলা আকাশ কে সাক্ষী রেখে !
কুকারের সিটি,বাস্তবের আঁচল কখনো জানি ভুলিয়ে,
দৌড় কাটায় আলপথে ,মেঠো ধান ক্ষেতের ঘ্রাণে ।
ভাত ,ডাল,আলু চচ্চড়ির গন্ডি থেকে,
মত্স্য কন্যা হয়ে ডুব দাও তুমি,
ওই নীল আকাশের কথকতায় ।
এখনো কি কলম ধরে আঁকিবুঁকি কাটো?
আঙুল পাঁচির নির্ভুল গণনায়,তিথি নক্ষত্র ধরে,
উঠে আসে কখনো অবচেতনে ‘আমি’!
শেষ বিকালে সূর্যাস্তের মায়া মাখা পথে ,
তোমার মন ভালো রাখা ছান্দিক হাঁটা,
পুলিশ চৌকিতে প্রহরারত পুলিশের অলসতা কাটায় নিমেষে!
ঝিঁ ঝিঁ পোকা,শঙ্খ ধ্বনির আওয়াজ আজও আমায়, না ফুরানো বিকালে তোমার গল্প বলে।