কোলের ছেলে, ধূলো ঝেড়ে তুলে নে কোলে;
ফেলিস নে মা ধূলো কাদা মেখেছি বলে।
সারা দিনটে করে খেলা, ফিরেছি মা সাঁঝের বেলা,
আমার খেলার সাথী, যে যার মত, গিয়েছে চলে!
কত আঘাত লেগেছে গায়, কত কাঁটা ফুটেছে পায়,
কত পড়ে গেছি, গেছে সবাই চরণে দলে।
কেউ ত আর চাইলে না ফিরে, নিশার আধার এল ঘিরে,
তখন মনে হল মায়ের কথা, নয়নের জলে!