তুমি চাইলেই ভোলাতে পারি তোমার ব্যস্ততা
তুমি বললেই জাগাতে পারি ভুলোমনে বিহু ব্যাগ্রতা
তুমি জাগলেই শোনাতে পারি
পাশে বসা চেয়ার তালুতে আমার আনন্দ তুমি
কোমল গান্ধার ।
এসব আত্মরতি , কবিতার বেগ বলো যদি
এখনই একান্তে চোখের সামনে তুলে ধরবো
তোমার নাড়ি ও নক্ষত্রের শঙ্খ-লাগা প্রেমের বিন্যাস ।
তোমার নিবিড় নির্ভরতার আকন্দ সুখ পেতে
আমি শুধু তোমারই ব্যক্তিগত ডায়েরী হতে রাজি ,
এক্ষুনি গিলে নেবো নিজস্ব সময়ের তানসেন গুলি ।
তুমি শুধু আমার
যাপন যাত্রার যজ্ঞে বৃষ্টির ছাতা হয়ে থেকো ।