লিখব না আর কবিতা,
কলম কে আজ নির্বাসন দিলাম
প্রেমের অপলক চাহনির চেয়ে তোমার চোখের আগুন ঝরানো ঘৃণা আমার কাছে শ্রেয়,
তোমার সুরেলা কন্ঠে আর আবেগ আসে না মনে,
ধিক্কার,ভৎর্সনা আজ আমার প্রেরণা।
প্রেয়সীর চেয়ে প্রাক্তন নামেই বেশি খুশি আমি।
বৃষ্টিভেজা দুপুরে লাইব্রেরি সিঁড়িতে বসে গল্পগুলো আজ স্মৃতিতে বাসি,
অনেক বেশি সতেজ তোমার চলে যাওয়ার দিন
যেদিন শীতের কুয়াশা আমার চোখের জলকে আড়াল করে ছিল।
বেদনার অনুভূতিতে এখন সুখী আমি
আনন্দের ভাগীদার অনেক!
যা বেদনার তা তো আমার একার।
এই একদিকে আমি ধনী!
আজ আর নেই কোনো অভিমান অনুযোগের প্রহসন,
আছে শুধু হৃদয় নিংড়ে একরাশ অবহেলা ও মন্দবাসা!
অনন্ত শুভেচ্ছা জানাই তোমার একাকীত্বকে,
না,আজ আর নয় কোনো কবিতা
এ যে শুধুই আমার জবানবন্দী।।