একটা বোবা কালা অন্ধ
সুন্দরী পুতুল চাই
দারুণ উপকারী যন্ত্র
আপনার ও ঠিক তাই চান
তাইতো
কিন্তু এই যন্ত্র কি
আলো প্রসব করতে পারবে?
কিম্বা গাছ ?
নতুন পথের?
হয়তো নদী হব সবাই
কিন্তু তা আয়না হবে না
দূর্গন্ধে দেহ রক্ত শূন্য হবে
এবার চলুন
কাঁচ ভেঙে বের করে আনি
শিকল কে মৃত্যুদণ্ড দিই
ছয়টি ইন্দ্রিয় পাঁপড়ি মেলুক
পঞ্চভূত মেখে অস্ত্র হোক
– রক্ষাকবচ
পৃথিবীর দগদগে ঘা এর
সবুজ ওষুধ ও