ফিরে আসবে সুখস্বর ছেঁড়া ছেঁড়া স্মৃতিশয্যা ছেড়ে
তুমি তো টানেই আছো , গুণ শূন্য নও ।
ঝর্ণার শেকড় চোখে আঁধারী পাথুরে কান্না
কখনও শুঁকেছো , কী বিজন বিস্বাদ !
তুমিও সর্ সর্ সুরে বিন্দু বিন্দু শোক শুষে
মধ্যবর্তী আনন্দনদীর উৎস অঙ্কুর হতে পারো ।
শুশ্রুত সময়কে শুশ্রূষা দেবার সময় দাও শুধু ।
অধৈর্য্য বোঁটার বুকে ফুলেরা পালের পাপড়ি
খোলে না ।
তিলে তিলে রস জমে তিলোত্তমা তিলের বিস্ময় ।
অভিজ্ঞ বিষাদ জ্বেলে টিমটিমে আয়ুদীপ
আরও ঝকঝকে তকতকে হয় ।
কোনও সময়ই অসময় নয়
কেননা
এ অনন্ত বোধের বাগানে কোটি নক্ষত্রের
জন্ম মৃত্যু সালের হিসাব রক্ষক মালী
নিছকই নামতা ভোলা এক শিশু ভোলানাথ ।