কেবলই জন্মবৃত্তে জাতিস্মর জড়ুলের দাগ ।
জলের ত্রিস্তর ব্যারিকেডে ঝুলে আছি ডাইনোসর জোঁক ।
প্রকান্ড পলিপ্যাকে বারো হাতি জীবনের
তেরো হাত হিলিয়াম আয়ু ।
অহেতুক এক কাপ চায়ের বিস্বাদে
বাজপাখি ঠোঁটে ওড়ে একঝাঁক ভার্জিন ভোর ।
হরপ্পার খেজুর ক্ষেতে আজও ঝরে
জিরানকাটের দৃশ্য টুপটাপ টুপ ।
আধুনিক চিত্রকল্পে পুরাতনী টপ্পাবিলাস ।
তবুও লকলকে পুঁইমাচা ফুঁড়ে
কোনও এক ফেরারী আনন্দ খোঁজ
স্বপ্নপায়ী মানবের নক্ষত্র নিয়তি ।