কোথায় আছে প্রেম?
ষোড়শীর চাপা হাসিতে?
অষ্টাদশীর অবিন্যস্ত খোলাচুলে আর অগোছালো বাসন্তী শাড়ীর আঁচলে?
রজনীগন্ধার গন্ধে বিভোর রাতের জোৎস্নালোকে?
নরম দুই গাল আর কপাল জুড়ে বসন্তের লাল আবিরের পরশ মাখানো দুরু দুরু বুকে?
কোথায় আছে প্রেম?
মেঘে ঢাকা আষাঢ়ের কালো আকাশের সচকিত বিদ্যুৎ লতায়?
কাজলের নিপুণ রেখা টানা সলাজ আঁখির পাতায়?
নাকি দখিনার শিহরণ জাগানো বসন্ত বনানীর এ প্রান্ত থেকে ও প্রান্তে..!
শ্যাওলা ধরা ঘাটের সিঁড়ির কোণে জলভরা কলসীর কাণায় কাণায় ভেসে ওঠা ঘোমটা খসা লাজুক মুখে!
সযত্নে বানানো মধ্যাহ্ন ব্যাঞ্জনের লম্বা ফালির মুচমুচে ভাজা বেগুনের আদুরে স্বাদে!
কোথায় আছে প্রেম?
এই বনানীর সবখানে..
এই বাংলার সবখানে…।