কোকিলের কণ্ঠস্বর সুমধুর বেশ
বায়সের ডাকে হয় কান ঝালাপালা
কোকিল অখিল প্রিয় মিঠে সুর ডালা
বায়স কর্কশ অতি স্বরে কটু রেশ।
নীড় বেঁধে থাকে কাক দিয়ে গাছে ঠেস
কোকিলের নেই বাসা খড় কুটো চালা
অগোচরে পাড়ে ডিম কাক বাসে ঢালা
কাকেরে ঠকিয়ে তার স্বার্থ সিদ্ধি রেস।
ঝাড়ুদার শ্রমজীবী কাক সদা হয়,
পরিবেশ স্বচ্ছ রাখে যেখানেতে রয়।
কোকিলের প্রতি তবু দরদ সবার
কাকের গুনের কথা সবে ভুলে যায়
প্রতারিত হয় কাক সদা বারে বার
বড় করে কাক যত্নে কোকিল ছানায়।