কে যে মানুষ, কে অমানুষ,
চিনি তার ব্যবহারে,
পোশাক দেখে যায় না চেনা,
বুঝি তার আচারে।
মানুষের ভাই আকার নিয়ে
কতই ঘোরে দৈত্য দানব,
মানুষের রূপ থাকলে কেবল
হয় না আসল মানব।
দেশের সত্যিমানুষ যারা
কজনে দেই সম্মান,
কজন ভাবি, তাদের কথা,
ভাবি কি অবদান?
যারা সবার অন্নদাতা,
জোগায় মুখের অন্ন,
ভাবি কি কেউ তাদের কথা
বাঁচি যাদের জন্য!
বুকের রক্ত ঢেলে শ্রমিক
বানায় তারা প্রাসাদ-বাড়ি,
যাদের শ্রমে, পাকা রাস্তায়
চড়ে বেড়াও গাড়ি।
তারাই মানুষ,দেশের সম্পদ
কজন তাদের ভালোবাসি,
যাদের দেখে নাক-সিঁটকিয়ে
বাসের সিটে দূরে বসি!
কজন তাদের মানুষ ভাবি,
দেশ-দশের তারা যে প্রাণ,
মানুষ ভেবে বুকে টেনে-
ক-জন দেয় যোগ্য মান?