অস্তাচলে লাল সূর্য
উদয় কালেও লালচে অরুন
ভয়েতে লাল, রাগেতে লাল
লজ্জায় লাল গাল।
আসল কথা রক্তের রঙ লাল।
মায়ের পায়ে ঝুমকো ফুল
এক্কেবারে লাল,
সামনে তাঁর যূপকাষ্ঠে
রূপক করে লাল।
শূভ অশুভের দোলাচল
মন হয় চঞ্চল,
আসল কথা রক্তের রঙ লাল!
রক্তদান মানেই হলো
লোহিত বোতল শিবির।
সিঁদুর খেলায় লাল রঙ
আর আবির খেলায় লাল
প্রেম যমুনায় রাধে ছোড়ে
কুমকুম রঙ লাল।
কেমন করে ভুলি বলো
সোহাগ রঙ ও লাল।
তবে কেন শিউরে উঠি
ছুরির রঙে লাল
আসল কথা কেন হলো
রক্তের রঙ লাল!