স্বাধীনতা পথ হারালো
বর্বরতার ধকলে,
গরিব শোষণ তর্জন গর্জন
রাজনীতিকের কবলে।
গর্জে ওঠো বাঙালী বীর
বন্ধ করো হে তোষণ,
অত্যাচারের বিরুদ্ধাচার
বন্ধ হবে যে শোষণ।
স্বাধীন দেশের কি হলো আজ
নরপশু হয়েছি,
বিচার কাঁদে পথে ঘাটে
চুপে চাপে রয়েছি।
ডুকরে কাঁদে স্বাধীনতা
চোখে দেখে ষণ্ডামি,
ভোটের সময় ভেকের সাজে
ভেকধারীদের ভণ্ডামি।
পথে ঘাটে কাঁদছে কেন
লাঞ্ছিত ওই ললনা,
জবাবদিহি করতে হবে
কেন করো ছলনা।