আজকাল সবাই কবিতা লেখে,
কেউ আগুন লেখে না
কেউ জল লেখে
কেউ বরফ লেখে
কেউ কল্পনা লেখে
কিন্তু সবাই-ই কবিতা লেখে,
কবিতায় বাস্তব লেখে ক-জন ?
কবিতা কবিতাতেই থেকে যায়
কবিতা প্রেমের আক্ষেপ আর বেদনায় থেকে যায় ,
কবিতা থেকে যায় মৃত্যুকালীন কোন ফুলকো ধারার পাশে স্রোত হয়ে
আজকাল সবাই কবিতা লেখে ।
অথচ;কবিতায় সমাজ বদলানোর ডাক নেই
কবিতা থেকে যায় কেবল কবিতাতেই।
কবিতায় নেই কোন দায়বদ্ধতার ছাপ
কবিতার মাপকাঠিটা যেন ঘর থেকে বারান্দা পর্যন্ত
কবিতার কথাগুলো আমাকে তোমাকে ছেড়ে বেশিদূর এগোতে পারছে না
এই লেখাগুলোকেও কি কবিতা বলা যায় ?
কিছু লিখলেইকি তা কবিতা হয়ে যায় ?
যে কবিতায় সামাজিক দায়বদ্ধতার কথা লেখা নেই
যে কবিতায় ব্যর্থ সময়ের কথা লেখা নেই
সে কবিতাকে আমি কবিতা বলি না ।
যারা আগুন লিখে বরফ গলায়
যারা বরফ লিখে আগুন নেভায়
যারা সৃষ্টি লিখে মৃত্যু আনে
যারা মৃত্যু লিখে সৃষ্টি আনে
যারা বিনাশ লিখে সুবাস ছড়ায়
যারা তাদের কবিতায় কিছু ভেঙ্গে ফেলেও কিছু জোড়া লাগায়
এমন সব কবিরাই আমার কাছে সঠিক কবি ।
কবিতা লিখলেই সকলে কবি হতে পারে না
আজকাল দেখছি সকলেই কবিতা লেখে
তবুও আমার চোখে এরা সকলেই কবি নয়
শত শত কবিতার মাঝে কেউ কেউ কবি হয়ে রয়ে যায়
শত সহস্র কবিতা সৃষ্টির মাঝে কেউ কেউ কবি স্বীকৃতি পায়
কত শত কবিতার পাহাড়ের মাঝে উঁকি দিয়ে কেউ কেউ কবি হয়ে রয়ে যায়।