আমি ভাবের সখী নই গো রাধে
প্রাণের সখী নই,
আমি তোমার মত কৃষ্ণ প্রেমে
মাতাল যদি হই।
তুমি পারবে কিগো দিতে আমায়
ওই রাঙা চরণ?
তুমি করবে আমায় বধূ রূপে
পাশে কৃষ্ণকে বরণ?
প্রাণ ধরে কি ছাড়বে তুমি
কৃষ্ণ ছাড়া মন?
সোনার বরণ রাধে তুমি
ছাড়বে কুঞ্জ বন?
এই যমুনার জলের রাশি
ছাড়বে ওই নয়ন,
অশ্রু বিনা কৃষ্ণ প্রেম
হয় কিগো আপন?
তাই তুমি থেকো হৃদয় মাঝে
আমি চরণ তলে,
রাধাচূড়া থাকবো আমি
ওই ঘাসের দলে।