প্রায় শেষ,আজ রাত
কৃষ্ণা সপ্তমী।
অধোগতি যাত্রাপথ।
মাঝে মাঝে থমকে থামা,
কান্না চোখ ভিজে—
স্থির চিত্রে থাকা।
কত বৃক্ষ , খানাখন্দ,ধানশীষ জমি।
পুকুর জলা , পানকৌড়ি কেলি।
লুকোচুরি অর্ক বন্ধ্, ঘোলাটে আকাশ
এক ঢিলে চলা,
সে এক বিশ্বাস।
শেষ কোণ, নেই কোন সিঁড়ি ।
বর্ষার দোলনচাঁপা, ক্ষেপা বসন্ত—
কোন্ দেখা শেষ,
কোন্ ক্ষণ কাছে পাওয়া,
আলগা ছোওয়া।
ভাবছি, তোমায় স্মৃতিসরণীতে রাখি—
“বেনে বউ” না নিছক “শুকপাখী”?
আর পাঁচ আসবাব প্রকৃতিদলকে
যেমন।