ফিরছে দেখো , রোদে পুড়ে , ঘামে ভিজে ,
তার পরিচয় , কৃষক সে যে , চষে নিজে ।
ফসল ফলায় , আপন হাতে ,
বেরোয় মাঠে , অতি প্রাতে,
ফেরে যখন , শিথিল তনু , তপ্ত সিক্ত ,
অন্ন যোগায় , মোদের মুখে , হয়ে রিক্ত ।
কৃষক বধূ , নিজের হাতে , অন্ন রাঁধি,
নিয়ে চলে , আলের পথে , গামছা বাঁধি।
লাঙল ছেড়ে , গাছের ছায়ে ,
জিরোয় খানিক , দখিন বায়ে,
সোহাগ ভরে , কিষান বধূ , গামছা খুলি ,
স্বামীর মুখে , অন্ন তাহার , দেয় সে তুলি ।
বৃদ্ধা মাতা , চেয়ে থাকে , পথের পানে ,
চিন্তিত মন , হয় যে তাহার , নাড়ীর টানে।
নাতি নাতনী , তাহার পাশে ,
বসে বাবা মায়ের আশে ,
আসবে কখন , মাঠের থেকে ,তারা ফিরে ,
ছায়ায় ঘেরা , জীর্ণ শীর্ণ , শান্তি নীড়ে ।
কষ্ট নিয়েই , কাটায় জীবন , পরম সুখে ,
জয় করে সে , সকল দুঃখ , হাসিমুখে ।
অন্নদাতার নাইকো অন্ন ,
ভাবি না কেউ , তাহার জন্য ,
এসো সবাই , এ বিধাতার ,গাহি জয়গান,
অন্ন দিয়ে , বাঁচায় যারা , দেশবাসীর প্রাণ।