দাম শুনে পিছিয়ে আসি রোজ
দাম দিয়েই কিনতে হয় আনন্দ, আঁধার, জীবন
হপ্তায় একদিন ভালো খাবো ভেবে, কাটা রুইয়ের দাম শুনে পিছিয়ে আসি
বড় কলেজে পড়বো ভেবে, ভর্তির রসিদে স্বপ্ন বেচে দিই
আকাশেরও তো কত বেশি দাম!
মাথা তুলে দেখলে চর থাপ্পড় উড়ে আসে গালে
ডিগ্রি কিনবো ভেবে কেনা হয়ে ওঠেনি। বড় বাড়ির লোভ ঘুচে যায় খাবারের পাতে
পূর্ণিমা গায়ে লাগার আগে দুদিন অমাবস্যা থাকে,
কিভাবে কেনা যায় আলো?
প্রেম নেই, মিথ্যে নেই, আক্ষেপ থাকে ঘরে। কেবল একবার তুমি এলে, উঠোনে জ্বলবে আলো
হাঁড়িতে বেঁচে যাবে ভাত, কম দামে বিক্রি হবে রুইছানা
কেবল আমারই দাম ছিলনা কোনো।
অল্প দামে বেচে দিয়েছি নিজেকে। দাঁড়াও, বলে যাও
কেমন দাম একজন প্রেমিকার?