ঘড়ির কাঁটার থেকে দু’ কদম এগিয়ে
উড়ছিল ঘুড়ির কৈশোর ।
নিয়মের চোখে ছিল বরফের বাষ্প প্রশ্রয় ।
সময় কি শাস্তিকামী অক্রুর বেশে বসেছিল !
সুখের সারথী বুঝি
সুখের ছিদ্র -খোঁজা শনির বাতাস !
উড়ুউড়ু মন্দাকিনী দুরু দুরু নেমে এলো
মৃত্তিকার নিষাদ মুঠিতে ।
শেষ বিকেলের ছায়া গোধূলি পেরোলে
ঘড়ির কাঁটার টানে অশ্বমেধ ঘুড়ি
জন্ম জন্ম ঘুরপাক খেতে খেতে
কৃতার্থ কুয়োর জলে কপিকল ঘোড়া ।