কুহক আশা সর্বনাশা
জীবন জুড়ে দুখ,
টাকার পিছে ঘুরে মিছে
কেহ পায়না সুখ।
অধিক কিছু পাবার নেশা
বিবেক করে নাশ,
স্বল্প পেয়ে থাকলে খুশি
মনে সুখের বাস।
জ্ঞানী গুণী মানুষ যারা
অল্পে তুষ্ট রয়,
তাঁদের মতে চললে ভবে
অশান্তির নেই ভয়।
যার কৃপাতে এই ধরাতে
মানব জন্ম হয়,
তাঁর চরণে রাখলে মতি
বিপদ বালাই লয়।
অতি লোভ নয়কো ভালো
ডেকে আনে ক্ষয়,
অল্পে যারা থাকেন খুশি
লভেন সুখে জয়।