ভুল করে কুল পরে
গাছে কাদের মাথা নাড়ে;
বড় বড় চোখ করে লাঠি হাতে দাদু আসে,
ফুড়ুৎ করে নামতে গিয়ে বুকটা গেল খানিক ঘষে।
ওরে বাবা…! পালাবো কি করে এবার?
দাদু আসছে তেড়ে আবার,
দাদুর মাথায় মস্ত টাক নেই তাতে চুল
মাথার টাকে লক্ষ্য করে ছুড়বো ক’টা কাঁচা কুল।
গেল দাদু আরও খেপে——-
আমি পালানোর সুযোগ খুঁজছি সংক্ষেপে
দাদুর পরে দিদিমাও যখন ধর ধর বলে উঠলো রেগে
অমনি ঝাঁপ; দিলাম লাফ; ছুটলাম দ্রুতবেগে।