কোটিপতি মিছে কেন দম্ভ রাখো মনে,
যেতে হবে এক দিন ফেলে সব ধনে।
কার যে কখন আসে বিদায়ের বেলা
বুঝিতে পারিবে না নিয়তির খেলা?
মোহমায়া ভরা ভবে ক্ষণিক অতিথি,
মিছামিছি অর্থ লোভে রাখিবে কি মতি?
ধনবান আছো যারা রেখো জেনে তাই ,
যাবার বেলায় ধনে ছেড়ে যাবে ভাই।
এসেছিলে ভবে তুমি শুধু খালি হাতে,
আচরণে মন্দ কেন দুখী জন সাথে?
পাপ পূন্য ভালোমন্দ দেখে রাখে যিনি ,
বিচারেতে সেই মতো ফল দেন তিনি।
ভেদ ভাবে ঘৃণা আর করিও না কারে,
ফিরায়ে দিওনা এলে ভিক্ষা নিতে দ্বারে।
জীবনের শেষে ঠাঁই শ্মশানে- কবরে,
থাকিতে দিবে না যমে নিয়ে যাবে ধরে।
শেষের ঠিকানা রবে এক সাথে যেথা,
ধনী- গরিব ভেদাভেদ থাকে নাকো সেথা।
তাই বলি,ওগো ধনী ,বোধে এসো ফিরে,
দম্ভ ভুলে সবে মিলে থাকো সুখে ঘিরে।