কি মধুকাকলি ওরে পাখি,
তোরে হৃদয় মাঝারে ধরে রাখি।
আমি যে উদাসী, চির-পরবাসী,
সেই মুখ চেয়ে বসে থাকি।।
তোর মধুমাখা গানে,
তারে যেন কাছে প্রাণে;
আমি পুলকে যেন রে মরে থাকি।।
রে বিহগ সখা, আমি যে অভাগা,
মোর তরে তোর প্রাণ কাঁদে না কি।।
কি মধুকাকলি ওরে পাখি,
তোরে হৃদয় মাঝারে ধরে রাখি।
আমি যে উদাসী, চির-পরবাসী,
সেই মুখ চেয়ে বসে থাকি।।
তোর মধুমাখা গানে,
তারে যেন কাছে প্রাণে;
আমি পুলকে যেন রে মরে থাকি।।
রে বিহগ সখা, আমি যে অভাগা,
মোর তরে তোর প্রাণ কাঁদে না কি।।