বেকার রূপম তো এখনও চাকরি পায়নি,
আপনি এখন কি করছেন স্যার?
সেই মহান শিক্ষক তো বাধ্য হয়ে
ঘুষের নেওয়ার ফলে আত্মহত্যা করেছিলেন।
ঘুষখোরেরা তো এখন শিক্ষা ব্যবস্থার
শ্মশান যাত্রার ব্যবস্থা করেছে..
এখন শাসকের স্তুতি গান কি
গাওয়া যায় প্রতিবাদী কবি?
সেই সাধারণ মেয়েটার কথা মনে পড়ে,
যার জীবন বারবার আপনার লেখায়
গর্জে উঠেছিল,
সে ধর্ষিতা হয়ে খুন হয়েছে,
তার কথা আপনি, কি ভুলে গেছেন স্যার?
ন্যায় কিংবা অন্যায়, সুবিধা কিংবা ধান্দাবাজি,
ব্রেড কিংবা পোড়া রুটি,
গরম হাওয়া অথবা ঠান্ডা ঘর,
সরকারি কমিটি, গাড়ি, ভাতা,
ফ্ল্যাট ভাড়া, সবকিছু যেন গুলিয়ে যায়।
এখন আমরা বাঙালি হিন্দুরা
পড়ে পড়ে মার খাচ্ছি,
এখন আপনি কি করছেন স্যার?