সরে যাওয়া বা ছেড়ে যাওয়া কি এতোই সোজা
পাশের দেওেয়াল গুলো হঠাৎ অদৃশ্য
আমি ঘর থেকে ফাঁকা মাঠে
মনের ভেতর ঘর গুলো
খুব মজবুত
অদৃশ্য হতে দীর্ঘ সময়…
নিম তিতো যদিও
তবুও
শরীর জুড়ে লক্ষ তারা
জীবন দিতেই পারে
সরে যাওয়া বা ছেড়ে যাওয়া কি এতোই সোজা
পাশের দেওেয়াল গুলো হঠাৎ অদৃশ্য
আমি ঘর থেকে ফাঁকা মাঠে
মনের ভেতর ঘর গুলো
খুব মজবুত
অদৃশ্য হতে দীর্ঘ সময়…
নিম তিতো যদিও
তবুও
শরীর জুড়ে লক্ষ তারা
জীবন দিতেই পারে