ঝরে পড়া শিশির রাস্তায় গুটি মেরে
যে কুকুরটা শুয়ে থাকে,
সে জানে তোমার মর্নিং শিফট আজ ।
আর আমি জানি আজও সেই তাচ্ছিল্য পাব,
যা গতকালই পেয়েছিলাম ।
তবুও রোজ ভোর হয়, রাত আসে ,
আসে একরাশ ল্যাজ গুটিয়ে থাকা মানসিকতা,
ওই রাস্তার কুকুরটা হয়ত ঠিক চিনেছিল আমাকে ।
দুচোখ মেলে দেখেই যাই,
এর তো সীমান্ত নেই, তাই রক্ষে ,
নাহলে কবেই অন্ধ হয়ে যেতাম
তোমার জন্য কবিতা লেখার অছিলায় ।