আজ সব কিছু যেন ম্যাড়মেড়ে,
মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষ
আর ভুলতে চায় না তাই
যখন তখন বৃষ্টি এসে নদী বানিয়ে দিচ্ছে
উন্নয়নের শহরকে,
কফি হাউসে প্রপিতামহ ভীষ্ম
গ্রামের চায়ের দোকানে বসা সব সবজান্তা
পবিত্র পাপীদের আবোল তাবোল তর্ক শুনে
বেদম হাসছে, শকুনি এক চোখ বুজে
না দেখার ভান করছে –
যাতে শিকারের চেতনা না ফেরে,
তবুও ঝড়ো বাতাসে কিসের ইঙ্গিত?
ঠিক হোক অথবা ভুল হোক
আর সহ্য করা যাচ্ছে না
অরাজকতা,
তাই ত্রিশঙ্কু বদলই হোক,
হোক নতুন অন্ধকারের দিন,
তবু একটা দিক বদল দরকার,
পচে যাওয়া সমাজ কিছুতেই
ভালোকে সম্মান দেবে না যখন,
তখন যতই লেখ না কেন
দিস্তা দিস্তা সাদা কাগজে,
সকালের সূর্য এসে রাঙিয়ে দিয়ে
যাবে না ভাঙাচোরা জীবনগুলোকে,
তাই সবকিছু যেন ঘোলাটে লাগে, লাগুক,
ঝড় উঠলে উঠুক, বৃষ্টি এসে ভাসিয়ে
দিয়ে যাক জনপদ,
না খেতে পেয়ে মরুক,
সন্ত্রাসে কিংবা যুদ্ধে প্রাণ যাক
নিরীহ মানুষদের, তবু
আমাদের একটা পরিবর্তন দরকার
বড় দরকার একটা বদলের।
