কিছু বসন্ত – পাড়ার রোয়াক, মিষ্টি রোদের আনাচ-কানাচ, উদাসী রাজপথ গুমড়ে মরা।
কিছু বসন্ত – শুধুই মুহূর্ত নয়,রঙিন প্রজাপতির রংয়ের ছটায় সোহাগী প্রেম, ফুলের মালায়, হাতের রেখায় থাকবে ধরা।।
কিছু বসন্ত – আবেগের মায়াজালে, শীতের রুক্ষতা মুছে রঙিন সজ্জায়, কেউ বলে মাতাল বাতাস।
কিছু বসন্ত – উদাসী কোকিলের সুর, আবির রাঙ্গা চারিপাশ, পলাশের মাস, ফাগুনের আগুনঝরা কৃষ্ণচূড়ার ত্রাস।।
কিছু বসন্ত – প্রকৃতির ক্রোড়ে সুপ্ত,অথবা জরায়ু ছেঁড়া নির্ঘুম রাত,অঙ্গীকার ভাঙ্গা, বিষের পাত্র, সপাট জেহাদ।
কিছু বসন্ত- পূর্ণ শিশিরে-পূর্ণ কোলাহলে দিচ্ছে জাগান, বিকশিত প্রেম, প্রসন্ন প্রসূতির সুখের আস্বাদ।।
কিছু বসন্ত – অন্যরকম পাগলা হাওয়ার একলা পোকা, স্পর্ধার মত মনের কোণে জমা নিঃসঙ্গতা।
কিছু বসন্ত – গৌরবান্বিত, সবুজের সমারোহ, রক্তিম গোধূলিও লাজুক স্পর্শে ছুঁয়ে যায় সকল অস্থিরতা।।
কিছু বসন্ত – অশ্রুবিহীন, যুগ পেরিয়ে মাইলফলক,সরাইখানা, হা-হহুতাশ।
কিছু বসন্ত – আজও অপেক্ষায়, বসন্তের আবহবার্তায়, প্রতিশ্রুতির আঙুল ছুঁয়ে জমা দীর্ঘশ্বাস।।
কিছু বসন্ত – কাঙ্খিত ভালবাসা, নয়তো অভিমানের সকল সীমারেখা উপেক্ষা করে হারিয়ে যাওয়া বিধির বিধান।
কিছু বসন্ত – লালন-রবি-নজরুলের বন্দনাগীতিতে উজ্জ্বল, পথে-প্রান্তরে করছে বরণ প্রভাতফেরী ও সূর্যস্নান।।