কিছু কথা গোপনেই থাক, সবার অব্যক্ত প্রেম
দরকার নেই জানাবার, সে প্রেম দীর্ঘশ্বাসে মিশে যাক।
কিছুটা অস্বচ্ছ থাক,ধোঁয়াশা থাকুক কিছু কথা
পুরানো বন্ধুর চিঠি খামে বন্ধ হয়ে পড়ে থাক,
স্মৃতির ফুলের তোড়া গোলাপ দানীতে শোভা পাক,
আবরণ উন্মোচনের নেই দরকার, খানিকটা বাকী থাক
শেষের কবিতা পড়া লাবণ্য হয়ে যায় যাক ।
কিছু কথা গোপনেই থাক, নাই বা পুরো কথা হলো বলা ,
কিছু ভালোবাসা প্রেম অপূর্ণ থাকে থাক
জানা অজানার মাঝে সামান্য ফারাক আছে,
ক্যাসুরিণা এভিনিউ থোকা থোকা কৃষ্ণচূড়া ফুল ফোটাক।
গড়ের মাঠের ঘাসে কিছুটা শিশির জমা থাক,
বিরহী চাতক সেথা প্রিয়ার সান্নিধ্যে বসে কিছুটা তৃষ্ণা মেটাক।
অপেক্ষা প্রহর গুলো আরও দীর্ঘ হয় হোক
ভালোবাসি একথাটা বোলো না আবার,
দেখা যাক পরিণতি কোথায় দাঁড়ায়,
কিছুটা গোপন থাক মরমি হৃদয়।
ঘৃতাচি ভরদ্বাজে কিছু কথা হয়েছিল কি?
কেন মৃৎ পাত্রে ভাসে স্খলিত সেই মণিরত্নাদি?
মেনকা বিচ্ছেদ কালে বিশ্বামিত্র কেন ভোলে শকুন্তলা কে?
দুষ্মন্ত শকুন্তলা প্রেমে কার ভুলে অন্ধকার নামে
কি হবে সে কথা জেনে সে কথাটা থাকনা গোপনে,
সব কথা বলা যায় নাকো, অজানা থাকুক পরিচয়।
অস্বচ্ছ ভাবনার রাশ হাতে থাক,
পাষাণ হৃদয় নিয়ে অহল্যা আজও শুয়ে
বৃষ্টি নামুক এ ধরায়, বৃষ্টিতে পাষাণের অভিশাপ ধুয়ে যাক
রাত ভোর হয়ে যায় যাক।
ইচ্ছেটা গোপন থাক বুকের ভিতরে
ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায় যাক
কারো ভুল ধরা ঠিক নয়,ঠিক ভুল নিয়ে সংসার,
সবাইকে ভালো বাসা যায় না, মুখে হাসি থাকুক সবার।
প্রেমে লুকোচুরি থাকে থাক, সব কথা তাকে বলা দায়।
কষ্ট হলেও হাসো, হাসি সব ওষুধের সার
সুনির্মল হাসি টুকু চিরকাল অমলিন থাক।।