নেই,
কোথাও যে কিছু নেই
যেগুলোকে আছে বলে ভেবেছিলাম ওগুলোও কিছু নয়
কিছু নয় বেঁচে থাকা
কিছু নয় মরে যাওয়া
মরা বাঁচার মাঝে যত অভিনয় ওগুলোও যে কিছু নয়
অস্থির বাসনায়; অস্থির শুভ কামনায়; কিছুই না হয়
ভুলে যাওয়া গানের কথা কখনো কখনো স্মরণের নয়
যে স্বপ্নেরা অগোছালো ঐ স্বপ্নগুলো বাস্তবের নয়
নিয়তির সময় বুঝি এভাবেই বদলায়…!
এই বুঝি কিছু হারাবার সময়….!
এই বুঝি কিছু মুছে দেবার সময়…..!
অধরায় ধরা দিয়ে যায় কিছু কল্পনা মোহময়
ঊর্ধ্ব গগনে কিছু শূন্য মুহুর্ত ভাসে শুধু শুধু শূন্যতায়
চোখের পলকের, বেদনার ঝলকের, কোন মূল্যই নেই
নেই; নেই; নেই;
নেই,
কোথাও যে কিছু নেই।