মুক্তি দিলাম কফিনবন্দী আবেগ একমুঠো—
কুহেলিকা জাল দূর হয়ে গিয়ে শিউলি তুমি ফোটো।
শঙ্খচিলের ডানায় ভাসে আদরে মাখা মন—
অনুক্ষণের চিন্তা শুধু আসবে কি প্রিয়জন!
বিরহ গাথা কাব্য কথা সাক্ষী হল রাকা,
কস্তুরী প্রেমে সুবাসিত মন,সোহাগের ছবি আঁকা।
নির্ঘুম রাত,অমোঘ মুহুর্ত,লক্ষতারার সাজ—
আকাঙ্খিত মুহুর্তে বঁধু কেন তবে এ লাজ!
চুপকথারা মুখ খুলেছে,রঙীন প্রজাপতি—
কনে দেখা গোধূলি আলো আজ উজ্জ্বল সাঁঝবাতি।
দূর হয়ে যাক জমে থাকা কিংশুক অভিমান—
শুকসারি আজও গেয়ে চলে অমর প্রেমের গান।
জোৎস্না রাতে বাসর জাগায় মধুর ধ্রুপদী,
কল্পলোকে গল্প সাজায় একাকী কৌমুদী।
ফাগুন হৃদে আগুন লাগায় অকাল বসন্ত—
তোমার আমার প্রেমের স্মৃতি এখনও জীবন্ত।।