তোমার দুচোখে ছিল বিজয় পতাকা
আজ কালবৈশাখী ঝড়!
ওড়ে ধূলিকণা,চোখ খোলা মানা
আপন হয়েছে বেশ পর ।
কত শত কথা ঝড় ও ঝাপটা
চারদিক আঁধারে ঢাকা,
কালবোশেখী প্রকৃতির রূপে
তুমি ছাড়া আজ সব ফাঁকা।
ঝড় ভালো জানি,আনে হয়রানি,
এ দগ্ধ বোশেখেই আসে,
সরল জীবন বলো পায় কজন,
মরে প্রতিবন্ধকতার ত্রাসে।
গুরু গম্ভীর চন্ডাল রূপ
কাল বৈশেখী তো ভৈরবী,
যে চোখে ছিল নীল নীলিমা
ধুলিস্যাৎ আজ জলছবি।