তোমার কথা ভাবতে ভাবতে জানি না কখন যেন
নেমে আসে ঘুম; চোখের পাতায়,
আমার শত অভিযোগ করে ছিন্ন
যেন এসেছো, দাঁড়িয়ে তুমি কত কথা দৃপ্ত মৃদু হেসে ,
সমাহিত আমি অচিরেই হলাম বাকরুদ্ধ!
কতকাল ছিলাম অপেক্ষায় তোমার ,
আর আজ এই মাহেন্দ্রক্ষণে শুধুই কিছু সৌজন্য বিনিময়!
মনের কথা রইল সেই বাকী মনে সাক্ষী শুধুই ঈশ্বর ,
চিরস্মৃতি বিজড়িত হয়ে আমাদের কাল্পনিক ক্ষণিক আলাপণ,
তুমি ধীরে হলে বিলীন,ভোরের স্বপ্নমাখা মনে তোমায় করি অন্বষণ…শুধু তোমায়…