আমি বিকেলের পিঠে পিঠ এলিয়ে
সাফল্যতলার কড়িকাঠ গুনছি
নীল সাগরের এক ঝাঁক শঙ্খসুখ
জীবনের শরীর থেকে শুষে নিয়েছে
ক্ষুদ্রতর বিজয়ের স্বাদ
পরাজয়গুলো কালো রাতের চোখে
জোরালো টর্চের আলো
শ্মশানেও নেভে না
জেনে জেনে চড়া পড়া উপরের দার্শনিক দর্পণ
ভেঙে টুকরো করে পায়াভারি আয়ুর পাথর
ডোরা কাটা বিক্রমের ডেরা থেকে
ক্ষয়ে ক্ষয়ে মধ্যবিত্ত মাটি হয়ে যাই
বৃষ্টি অনাবৃষ্টির অনুভূতি চেটে পুটে
পয়োঃপান্থ করে উদাসীন সময় সন্ন্যাসী