কালো মেয়ের গল্প
গৃহদেবতা কাছে নিরন্তর প্রার্থনায় বিয়ের দশ বছর পর কন্যা সন্তান পেয়েছে সুদাম আর মেনকা। সমাজ তাকে কালো মেয়ের তকমা দিয়েছে,মেনকা তাতে ভেঙ্গে পড়েনি। লেখাপড়ার সাথে এ্যাথেলেটিকস একাডেমিতে ভর্তি করেছে। আজ জেলা ভিত্তিক এ্যাথেলেটিকস চ্যাম্পিয়ানশিপের ফাইনালে তিনটি বিভাগের প্রথম হয়েছে।শেষ বিভাগ রিলে রেস অন্য জেলার ধনীদের কন্যারা তাকে বিদ্রূপে ভরিয়ে দিচ্ছে। দৌড় শুরুতেই তাকে কলকাতার প্রতিযোগিনী ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। শান্তভাবে সামলে নিয়ে ঝাড়গ্রামকে এগিয়ে দিল, শেষ হাসি হাসল কালো মেয়ের দল। চ্যাম্পিয়ান হল কৃষ্ণকলি হাঁসদা। গর্বিত সুদাম মেনকা মাথা উচুঁ করে ফিরল। পিয়নকাকা কয়েকদিন বাদে একটা খাম দিয়ে গেল,তাতে লেখাছিল কৃষ্ণকলি ভারতের হয়ে বিদেশে দৌড়াতে যাবে