এখনও নাভিমুলে মাতৃত্ব – অস্তিত্ব অমলিন
সহস্র বৎসরের অপেক্ষা আপনার
কোল পেতেছে আকাশের তলে মিঠে জোৎস্না
বুকেতে সুধা – তবুও গরল আজ ব্রিড়া অবনত।
সঘণ তৃষ্ণা – আয়ুমূলে কঠোর তপস্যা
কালের অতলে সুদৌল গর্ভমোচন হীনতায়
একি তবে ধ্বংসের সুচিত লীলাকৃত্তন?
একি তবে কালসূচক, বাঁধভাঙ্গা অলঙ্ঘন অঙ্গীকার।
ক্লেদময় হয়েছে যুগান্তরের সত্যের আবরণ
পলে, পলে থেমে যায় পূর্ণত্মার স্বর্গীয় আহরণ।