হালুম দেশের কালুম দাদু
নস্যি দিয়ে নাকে
দিনের বেলায় ঘুমিয়ে পড়ে
রাত্রে জেগে থাকে।
চন্দ্র সেথায় দিন দুপুরে
জোৎস্না ছড়ায় ঘাসে
রাতের বেলায় সূয্যি মামা
ঝিলিমিলিয়ে হাসে।
কালুম দাদুর ন্যাড়া মাথায়
তিনটি মাত্র চুল
ডান হাতে তার থাকতো ধরা
একটি গোলাপ ফুল।
মস্ত এক চিরুনি তার
থাকতো কানে গোঁজা
ঘুমের সময় নাক ডাকতো
থাকতো শুয়ে সোজা।
চুলগুলো সব সরলরেখায়
আকাশ পানে চায়
বাম হাতে সে নস্যি নিতো
থাকতো খালি পায়।
একজোড়া তার লম্বা জুতো
রইতো পড়ে পাশে
পরতো খালি সর্দি হলে
একবার বারোমাসে।