অকাল সন্ধ্যা এসেছে কী নেমে ঢাকে পৃথিবীর মুখ,
আঁধারে হারায় সবুজ পৃথিবী শঙ্কায় ভরে বুক।
আকাশের মুখ আঁধার এখন স্তব্ধ যে চরাচর
হয়তো এখনি আসবে তুফান ঘোর প্রলয়ঙ্কর।
আকাশের বুক ফালা ফালা করে অগ্নি শলাকা ছুটে,
ঘোর তাণ্ডবে মত্ত দানব, আগুনের ফুল ফুটে।
অসন্তোষের ধূম্রছটায় মাতামাতি দাপাদাপি,
হঠাৎ কখন গিয়েছে কী খুলে অন্ধকারের ঝাঁপি।
দড়ি ছেঁড়া গরু,কতনা ছাগল দৌড় দেয় গৃহ পানে
বড়ো বড়ো ঐ বৃষ্টি ফোঁটারা নেমে আসে কার টানে!
ঝড়ের দাপটে চালা উড়ে যায় ভেঙে পড়ে কত ডাল,
দুর্বার ক্রোধে জলতরঙ্গে নৌকা টালমাটাল।
রুক্ষ শুষ্ক মৃত্তিকা পরে বৃষ্টির সোঁদা ঘ্রাণ,
নবীন আশার সঞ্চরণে যে ব্যাকুলিত মন প্রাণ।
উঠে পড়ে নামে ভাঙে আর গড়ে ঝড় ওঠে উত্তাল,
ধ্বংস মাতনে আত্ম বিভোর নাচে তাই মহাকাল।
হোকনা ভীষণ ধ্বংস মাতন কাল বৈশাখী ঝড়,
ধ্বংসের মাঝে সৃষ্টির খেলা চলেছে নিরন্তর।