ইচ্ছে গুলো আজকাল বড্ডই অবহেলিত ,
পরতে পরতে অভিমানী কুয়াশার চাদরে মোড়া,
অদৃশ্য ছায়াযুদ্ধে সবাই আজ অভিমন্যু ।
হাতে হাত রেখে আর নয়,
স্নেহ চুম্বনে এখন তীব্র হলাহল ,
একলা চলার গৃহবন্দী দশায় সৃষ্টির উৎকর্ষতা মেলুক ইচ্ছেডানা।
আবেগ অনুভূতি অবসাদ স্তিমিত থাক,
কালবেলা ছুঁয়ে যাক হৃদয়ের উষ্ণতায়,
সম্পর্কের একান্নবর্তীতার মোম গলে উদ্ভাসিত হোক জোছনা ।
ফিরে আসবে অনুগত সকাল ,
মানবিক বৃত্তেই হোক চেতনার উন্মেষ ,
ইচ্ছেগুলো নিশ্চিত ঝরবে টুপটাপ একনিষ্ঠ ছন্দে ।