আবেগের উষ্ণ ছোঁয়া চাঁদের আলো হয়ে এসেছিলো কার্নিশে,
ভালোবাসার রাজত্ব গড়বে ঠোঁটে !
গোধূলির সিন্গ্ধতায় স্বপ্নকথন লেখনীরূপে নীলপদ্ম হয়ে ফোটে l
সঞ্চিত রয়েছে হৃদয় কোঠরে বহু অস্পষ্ট আবেগ,
কার্নিশ বেয়ে ভেসে বেড়ায় নিরালায় স্বপ্ন শীতল মেঘ ll
আবেগের উষ্ণ ছোঁয়া চাঁদের আলো হয়ে এসেছিলো কার্নিশে,
ভালোবাসার রাজত্ব গড়বে ঠোঁটে !
গোধূলির সিন্গ্ধতায় স্বপ্নকথন লেখনীরূপে নীলপদ্ম হয়ে ফোটে l
সঞ্চিত রয়েছে হৃদয় কোঠরে বহু অস্পষ্ট আবেগ,
কার্নিশ বেয়ে ভেসে বেড়ায় নিরালায় স্বপ্ন শীতল মেঘ ll