সত্যি করে বল দেখি
কার কথা ভেবে তুই এত কষ্ট পাস মনে?
যে তোর জীবন সাথী ছিল একদিন?
নাকি তার কাজ-কর্ম একা করতে হয় বলে,
সেই কষ্ট,তার জন্য কষ্ট ভেবে,কষ্ট পাস মনে?
– সে যে নেই, আমার কি কাজ তবে আর?
– রান্না-বান্না, মাজা-ঘষা,কাচাকাচি, কে করে এখন?
– সেটা কোন কাজ নয় কবির নিকট,বশব্দ নিয়ে খেলি আমি, কবি নামধারী।
– জীবনের কাব্য লেখ, এবার এখন
তবে শব্দ ছেড়ে নয়,
হাতা খুন্তি, বাসন কোসনের শব্দে মুখরিত হয়ে থাক
ধ্বনিত হোক তোর মানব জীবন
কিছুকাল অভিধান দূরে ঠেলে রাখ,
সঙ্গীহীন জীবের মতন একা একা শুধৃ বেঁচে থাক।